১. ১ জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা আর আজীবন ব্যভিচার করা। কোনটা বড় পাপ?
২. কামভাবটা আসলে কিরকম? জীবনে কোন নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করি নাই ব্যাপারটা বুঝতে পারতেছি না।
৩. মনে উত্তেজনা আনার ইচ্ছা না থাকলে ও যদি লিঙ্গ দাড়িয়ে যায় বা লম্বা হয় তাহলে কি হুরমত হবে?
৪. মা অসুস্থ হলে কি হুরমতের ভয়ে তার সেবা-যত্ন থেকে বিরত থাকব?
৫. হুরমত সম্পর্কিত ব্যাপার নিজের নিয়ন্ত্রণের বাইরে যদি কিছু হয়েও যায় তাহলে কি হুরমত হতে পারে?
৬. ঘটনার সময় মনে হইছিল হুরমত হয় নি, পরে যদি সন্দেহ কাজ করে তাহলে কি হুরমত হবে?
৭. হুরমত হলে কি আজীবন ব্যভিচারের পাপ সন্তানের উপরও বর্তাবে? পাপের ভাগ কিভাবে হবে? বাবা-মা জাহান্নামী হলে সন্তানের কি সেখান থেকে পাপমুক্তি হবে?
৮. স্পর্শের সময় নিয়ত খারাপ নেই, এটাই কি হুরমত না হওয়ার জন্য যথেষ্ট?