আসসালামু আলাইকুম
আমি ২টা অনলাইন জবের সাথে যুক্ত আছি!
১)প্রথম জবের প্রসেস হচ্ছে প্রথমে নির্দিষ্ট কিছু টাকা দিয়ে আমাকে এড হতে হয়,,তারপর একজন মেম্বার এড করতে পারলে কাজ শুরু করা যায়,,তারপর থেকে প্রতি সপ্তায় ২জন মেম্বার এড করতে হয় নাহয় কাজ করা যায় না,,মেম্বার এড করলে কিছু কমিশন দেয়,,দৈনিক ৫ টা ড্রেস এ কোড নং বসাতে হয়,এবং তারপর তা সাবমিট করতে হয়,,এর উপরে ডেইলি কিছু পেমেন্ট পাই!আমি কোন মেয়েদের ড্রেস পরা বেপরদা ছবি ব্যবহার করি না এই কাজে,,শুধু ড্রেস এর ছবি ব্যবহার করি,,কিন্তু যাদেরকে এড করছি তারা হয়ত ব্যবহার করে,,আমি এ বিষয়ে জানি না! আমাদের কাজটা শুধু মেয়েরাই আছে,,ছবিগুলো messenger গ্রুপে সাবমিট করতে হয়!গ্রুপ আমরা সবাই মেয়ে! আমার এ কাজটি কি জায়েজ?বা এর ইনকাম কি হালাল?
২)এর পরের কাজটি হচ্ছে প্রথমে কিছু টাকা দিয়ে এড হতে হয়,,তারপর ৫ জন মেম্বার এড করতে হয়,,তারপর মেম্বার এড মাস্ট না,,এড করলে কিছু কমিশন দেয়া হয় আর না করলে নাই,,তারপর একটা ছোট পরীক্ষা হয়,,তারপর ডেইলি একটা টপিকের উপর paragraph লিখতে হয়,,ডেইলি১০০/২০০ টাকা দেয়া হয় এই লেখার উপর,,বলা হয় লেখা ভালো হলে আরও অন্য লেখার কাজও দিবে,,যেমন অফিসিয়াল টাইপিং/ইমেইল রাইটিং!,
আমার এভাবে ইনকাম কি হালাল হচ্ছে??
জাযাকাল্লহু খইরন