জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তালাক হচ্ছে স্বামীর অধিকার। স্বামী তালাক দিলেই তালাক সংঘটিত হবে।
হাদীস শরীফে এসেছেঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী: “তালাক তারই অধিকার যার রয়েছে সহবাস করার অধিকার” অর্থাৎ স্বামীর।
সুনানে ইবনে মাজাহ (২০৮১)
শরীয়তের বিধান অনুযায়ী মহিলা নিজের উপর কেবল তখনি তালাক পতিত করতে পারবে, যদি স্বামী তাকে তালাক দেবার অধিকার দিয়ে থাকে।
এটি নিকাহ নামার ১৮ নং ধারাতে হ্যাঁ লেখার মাধ্যমেই হোক,বা পরবর্তীতে মৌখিক বা লিখিত ভাবেই হোক।
,
সুতরাং স্বামী যদি স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করে,আর স্ত্রী স্বামী কর্তৃক তালাকে তাভবিজের ক্ষমতাবলে লিখিত বা মৌখিকভাবে নিজের নফসের উপর তালাক দিয়ে দিলে সেটি পতিত হয়ে যাবে।
আরো জানুনঃ
★প্রশ্নে উল্লেখিত ছুরতে সেই স্ত্রী যদি সেখানে লেখে যে আমি নিজেকে নিজে তালাক প্রদান করিলাম বা নিজের নফসের উপর তালাক প্রদান করিলাম, কেবল সেক্ষেত্রেই এই তালাক পতিত হবে।
তার পরবর্তী বিবাহ ছহীহ হবে।
,
যদি এক্ষেত্রে সে এমনটি না লিখে স্বামীকে তালাক দেয়,তাহলে এই তালাক পতিত হবেনা।
তার পরবর্তী বিবাহও ছহিহ হবেনা।