আসসালামু আলাইকুম।
১। জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের অনেক ফজিলত রয়েছে। এই ১০ দিনের রাতগুলোর কি আলাদা কোনো ফজিলত কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে?
২। আমাদের দেশের আলেমদের দেখি উনারা কুরআনের সূরার মধ্যের কোন আয়াত পাঠ করার আগে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়েন কিন্তু আরব দেশের অনেক ক্বারীকে সূরার মধ্যভাগ থেকে পড়ার সময় বিসমিল্লাহ পড়তে দেখি না,তারা শুধু আউযুবিল্লাহ বলেই পড়া শুরু করেন। সূরার মধ্যভাগ থেকে পড়ার ক্ষেত্রে বিসমিল্লাহ না বললে কি কোনো সমস্যা হবে ?