আমার এক বোন সরকারি চাকরি করেন, মাসে পচিশ হাজার টাকা বেতন পায়। স্বর্ণ আছে ৫ ভরির বেশি। বেতনের ৩ ভাগের এক ভাগ জমানো হয় সেখানে ৪/৫ লাখ টাকা থাকতে পারে।
কিন্তু তার এই সম্পত্তির নিয়ন্ত্রণ আমার হাতে নেই। তার স্বামী সব সামলান, তার বেতন তিনি উঠিয়ে কেবল হাত খরচ দেন। দ্বীন পালনে উনার স্বামীর কোন সাহায্য পাই নান বরং ডিমোটিভেট করে। কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত এবং আমার বোনের করণীয় সম্পর্কে জানতে চাই।