আসসালামু আলাইকুম।আমি গত ২ বছর আগে শয়তানের ধোকায় পড়ে পর্নোগ্রাফির একটা ওয়েবসাইটে আমার ইমেইল দিয়ে একটা একাউন্ট করি।যার জন্য এখন নিজের প্রতি প্রচন্ড ঘৃনা হয়।আল্লাহর কাছে নামাজ পড়ে নিজের সাধ্যমতভাবে ক্ষমা চেয়েছি।তারপর থেকে আমি ওইসব অশ্লীল ভিডিও আর দেখি না।(আলহামদুলিল্লাহ)। কিন্তু আমার সেই রেজিস্ট্রেশন করা একাউন্টটি এখনো রয়ে গেছে।ডিলিটও করতে পারছি না।এখন ওই একাউন্টটি যদি সারাজীবনই থাকে তাহলে কি আমি গুনাহগার হতেই থাকবো? আমি কবরে গেলেও কি সেই একাউন্টটি থাকার জন্য আমি শাস্তি পেতেই থাকবো?।আমি আল্লাহর পথে,হকপথে থাকতে চাই। অশ্লীল ভিডিও দেখার জন্য আমি অনুতপ্ত।