ওয়া আলাইকুমুস সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
শরীয়তের বিধান হলো স্বত্ব বা হস্তগত হওয়ায় আগে কোনো পন্য বিক্রি না করা : কোনো
পণ্য নিজে মালিক না হয়ে বা নিজের আয়ত্তে আসার আগে বিক্রি করা যাবে না। কারণ এভাবে
বিক্রি করে ক্রেতাকে হস্তান্তর করা সম্ভব নয়। হস্তান্তর করতে না পারলে বিক্রির
কোনো অর্থ হয় না।
হাদীস শরীফে এসেছেঃ
عَنِ ابْنِ عَبَّاسٍ
قَالَ : أَمَّا الَّذِى نَهٰى عَنْهُ النَّبِىُّ ﷺ فَهُوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ
حَتّٰى يُقْبَضَ. قَالَ ابْنُ عَبَّاسٍ : وَلَا أَحْسِبُ كُلَّ شَيْءٍ إِلَّا
مِثْلَه. مُتَّفَقٌ عَلَيْهِ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেনঃ কোনো খাদ্যদ্রব্য ক্রয় করে
তা হস্তগত হওয়ার আগে যেন বিক্রি না করে। ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, প্রত্যেক জিনিসের এরূপ হুকুম বলেই মনে করি।
(সহীহ : বুখারী ২১৩৫, মুসলিম ১৫২৫, আবূ দাঊদ ৩৪৯৭, তিরমিযী
১২৯১, ইবনু মাজাহ
২২২৭, আহমাদ ১৮৪৭,মিশকাত ২৮৪৬।)
হাদীস শরীফে এসেছে-
عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنِ ابْتَاعَ طَعَامًا
فَلاَ يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ " . قَالَ ابْنُ عَبَّاسٍ وَأَحْسِبُ
كُلَّ شَىْءٍ مِثْلَهُ
ইবনু 'আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কোন খাদ্যদ্রব্য ক্রয় করবে
সে তা আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করতে পারবে না। ইবনু 'আব্বাস (রাঃ) বলেন, আমি মনে করি সকল বস্তুর বেলায় এ একই নিয়ম।
(সহীহ মুসলিম, হাদীস
নং-৩৭২ ৮)
অপর এক হাদীসে এসেছে-
عَنِ ابْنِ عُمَرَ،
قَالَ كُنَّا فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَبْتَاعُ
الطَّعَامَ فَيَبْعَثُ عَلَيْنَا مَنْ يَأْمُرُنَا بِانْتِقَالِهِ مِنَ الْمَكَانِ
الَّذِي ابْتَعْنَاهُ فِيهِ إِلَى مَكَانٍ سِوَاهُ قَبْلَ أَنْ نَبِيعَهُ .
ইবনু 'উমার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ আমরা
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সময় দ্রব্য ক্রয় করতাম। তখন
তিনি এ মর্মে আদেশ দিয়ে আমাদের নিকট লোক পাঠাতেন যে, এ মাল বিক্রি করার আগেই যেন ক্রয়ের জায়গা হতে অন্যত্র সরিয়ে রাখা হয়। (সহীহ
মুসলিম, হাদীস
নং-৩৭৩৩)
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
১. কোনো প্রোডাক্টের মালিক না হয়ে সেই প্রোডাক্ট অন্যের নিকট বিক্রি করা জায়েজ
নেই। তবে হ্যাঁ যদি আপনি মালিকের পক্ষ থেকে উক্ত পন্য বিক্রয়ের উকিল হয়ে থাকেন,বা মালিক আপনাকে বিক্রয়ের অনুমতি দেয়,তাহলে আপনি উক্ত পন্য বিক্রয় করতে পারবেন এবং
আপনার ইনকামও হালাল হবে।
২. আপনি যদি নিশ্চিত জানেন যে, এই ব্যক্তি পণ্যগুলো কিনে
হারাম কাজে ব্যবহার করবে তাহলে তার নিকট পণ্য বিক্রয় করা জায়েজ নেই। তবে যদি কারোর
ব্যাপারে নিশ্চিত না
জানেন তাহলে সে হারাম কাজে ব্যবহার করলে গুনাহ তার হবে, আপনার
নয়।
৩. তারা যদি সদকাহ খাওয়ার
উপযুক্ত হয় তাহলে দেওয়া যাবে। বরং তাদেরকে দিলে আরো বেশী সওয়াব।