আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
সানা পড়ার সময় সুবহানাকাল্লাহুম্মা তে সুবহানা তে বড় এর হা এর জায়গায় ছোট হা এবং রুকু সিজদায় সুবহানা রব্বিয়াল আজিম এবং সুবহানা রব্বিয়াল আলা তে মানে উভয় জায়গায় সুবহানা বলার সময় বা হা এর জায়গায় ছোট হা বললে সালাতে ক্ষতি হবে কিনা এবং সুবহানা রব্বিয়াল আলা তে আলা বলার সময় আ বলার সময় আইন না বলে আলিফ বললে সালাতের কোনো ক্ষতি হবে কি?
সুরা ইখলাসের শেষ আয়াতে কুফুওয়ান আহাদ বলার সময় কুফু বলার সময় কাফ এর জায়গায় কফ বললে সালাতের ক্ষতি হবে কি?
সালাতে সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বলার সময় আলাইকুম এর কুম এ কাফ এর জায়গায় কফ বললে সালাতের ক্ষতি হবে কি?
সুরা ফালাকের ওয়া মিন শাররিন্নাফা সা তিফিল উকদ এ এখানে ফা সা এই অংশে সা এর জায়গায় সীন পড়লে সালাতের ক্ষতি হবে কি?
সালাতে দুরুদে ইব্রাহিম এর আল্লহুম্মা সল্লী (আলা) মুহাম্মাদ ওয়া (আলা) (আলী) মুহাম্মাদ কামা সল্লাইতা (আলা) ইবরহীমা ওয়া (আলা) (আলী) ইবরহীম
আল্লহুম্মা বারিক (আলা) মুহাম্মাদ ওয়া (আলা) (আলী) মুহাম্মাদ কামা বারকতা (আলা) ইবরহীমা ওয়া (আলা) (আলী) ইবরহীম
প্রশ্ন হচ্ছে আলা যেখানে যেখানে আছে সেখানে আইন এর জায়গায় আলিফ পড়লে এবং আলী যেখানে যেখানে আছে সেখানে আলিফ এর জায়গায় আইন পড়লে এবং ইবরহীম যেখানে যেখানে আছে সেখানে মানে ইবরহীম এর রহীম বলার সময় ছোট হা এর জায়গায় বড় হা পড়লে সালাতের ক্ষতি হবে কি?