জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রোযা রাখার নিমিত্তে কেহ যদি সেহরী খায়,তাহলে সেটিই নিয়ত বলে গন্য হবে।
নতুন করে নিয়তের প্রয়োজন নেই।
রোযার নিয়ত করা ফরয। নিয়ত অর্থ সংকল্প। যেমন মনে মনে এ সংকল্প করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালের রোযা রাখছি। মুখে বলা জরুরি নয়।
হাদীস শরীফে আছে, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহীহ বুখারী ১/২; বাদায়েউস সানায়ে ২/২২৬
,
ফরয রোযার নিয়ত রাতেই করা উত্তম।
রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোযা হয়ে যাবে।
সালামা ইবনুল আকওয়া রা. বলেন, (আশুরার রোযা যখন ফরয ছিল তখন) রাূসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের একজন ব্যক্তিকে ঘোষণা করতে বললেন, ‘যে সকাল থেকে কিছু খায়নি সে বাকি দিন রোযা রাখবে। আর যে খেয়েছে সেও বাকি দিন রোযা রাখবে। কারণ আজ আশুরা-দিবস।’-সহীহ বুখারী ২০০৭
আরো জানুনঃ
★প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি অন্তরে রোযার ইচ্ছায় যে কয়টি রোযা রেখেছিলেন,সে কয়টি আদায় হয়ে গিয়েছে।
যে কয়টিতে সাহরী খাননি,বা রোযার ইচ্ছায় সাহরী খাননি,সেগুলোতে সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করেছন কিনা?
যদি তার আগেই নিয়ত করে থাকেন,তাহলেও রোযা আদায় হয়ে গিয়েছে,(পূর্ণ রোযাই আদায় হবে।)
,
যদি আপনি সাহরীতে রোযার ইচ্ছা না করে থাকেন,অথবা সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে হলেও রোযার ইচ্ছা না করে থাকেন,শুধু সেক্ষেত্রে আপনাকে সে কয়টি রোযা আবার রাখতে হবে।