আসসালামু আলাইকুম ওস্তাদ,
অনেক দিন আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। অনেক স্বপ্ন দেখি ভুলেও যাই। কিন্তু এটা ভুলতে পারিনি।
আমি দেখেছিলাম আমার আম্মুর রুমে আমি ঘুমাচ্ছিলাম ( সেদিন সত্যি আমি ঘুমাচ্ছিলাম যেভাবে দেখছিলাম ঠিক সেভাবে)
হঠাৎ জানালা দিয়ে সাদা অনেকগুলা অবয়ব ঢুকলো /কতজন/ একজন কিনা মনে নেই। পরে তারা অপেক্ষা করছিল বিশেষ কেউ আসবে তার জন্য।
অপেক্ষা শেষে জানালা দিয়ে এক সাদা অবয়ব আমার কাছে আসলো। আমাকে দেখে বললো ,, এ মেয়ে খুব দ্বীনদার হবে!
পরে চলে যায় নাকি আমার ঘুম ভেংগে যায় তাও মনে নেই। তবে মনে আছে ঘুম ত্থেকে উঠার পর আমি ঠিক স্বপ্নে দেখা অবস্থানে নিজেকে আবিষ্কার করি ঠিক ওই জানালার পাশে। খুব অবাক হই।
উল্লেখ্য আমি তখম হেদায়েত পাইনি।আমার নন প্র‍্যাক্টিসিং পরিবার। স্মপ্নটা মনে রেখেও আমি একসময় তা ইগ্নোর করি। আমি গুনাহগারই ছিলাম। খুব বেশি আমলদার হয়ে গিয়েছিলাম তাও নয়। তখন দ্বীন কি তাই জানতাম না।
কিন্তু আলহামদুলিল্লাহ করোনা ভাইরাসের পেনডামিকের শুরুর দিক হতে আমি হেদায়েতপ্রাপ্ত। এর কি কোনো যোগসূত্র আছে?
জাজাকাল্লাহ খাইরান।