আসসালামুআলাইকুম,
প্যান্ট বা টাউজারে কোথাও নাপাকি লাগলে ,সেখানে পানি ঢেলে ঐ জায়গা কচলিয়ে ধুয়ে ঐ কাপড়ে গোসল করলে কি কাপড় পাক হয়ে যাবে?
(আমি প্যান্ট বা টাউজার পড়া অবস্থায় ভিতর দিয়ে পানি ঢেলে দেই আবার বাহির দিয়েও ঢালি যাতে অপবিত্র অংশ ধোয়ার সময় কোন ছিটা লাগলে তা ধুয়ে যায়।এভাবে পুরো টাউজার ভিজে যায়)।
আজকে পানি ঢালার সময় সময় বাহির দিয়ে ঢালছিলাম কিনা মনে আসছে না তবে পুরো টাউজার ভিজে গেছিল এবং গোসল করার সময় তো বাহির দিয়েও ঢালা হয়ছে(কিন্তু একটা বিষয় বারবার মনে আসছে বাহির দিয়ে না ঢালার কারণে যদি কাপড় অপবিত্র থেকে যায় তাহলে গোসল করার সময়তো পানি অনেক যায়জায় ছিটেছে।দেয়ালে,বালতিতে )।
দয়া করে হুজুর একটু বিস্তারিত জানাবেন
আমি গোসল শেষে আবার একবার প্যান্ট বা টাউজার পানিতে খোলিয়ে চিপড়িয়ে পানি ফেলে দেই।