আসসালামু আলাইকুম।
প্রথমে কম সময় উত্তরপ্রদান করার জন্য ifatwa কে ধন্যবাদ।
মুহতারাম মুফতি সাহেব,
০১।নাপাক কাপড় ধুয়ে পবিত্র করার পর ভেজাবস্থায়ই কি পাক হয়ে যায়, নাকি শুকানোর পর পাক হয়?
০২।কিছু কাপড় আছে যেগুলো ভালভাবে নিংড়ানোর পরও পানি ঝরতে থাকে।এগুলো কি অন্যান্য কাপড়ের মত তিনবার নিংড়িয়ে পাক করা যাবে?
০৩। নাপাক কাপড় ধুয়ে পবিত্র করার পর ভিজা অবস্থায় অন্য পাক কাপড়(ভেজা বা শুকনা) এর সাথে রাখা হল।এখন যদি ঐ ভেজা কাপড়ে থাকা পানি পাক কাপড়ে লাগে তাহলে কি সেগুলোও নাপাক হবে?