আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ শাইখ,
১) সিজদায় কুরআন হাদীস এর বাংলা অর্থ দিয়ে দোয়া করা যাবে?
২) নামাজরত অবস্থায় অন্তর দিয়ে আল্লাহর সাথে কথা বলা যাবে? যেমন:- আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ছি ইত্যাদি খেয়াল নামজের ভিতরে করলে তো কোনো সমস্যা হয়!
৩) কুরআনে হাদীসের দোয়াগুলোর অর্থগুলো নামজে বলতে পারবো ?
৪) বর্তমানে মোবাইলে অশ্লীলতা সহ আরো অনেক ফিতনা যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমিও দুনিয়া ও আখিরাতে ধ্বংস হওয়া থেকে বিরত থাকার জন্য শাইখ, এমতবস্থায় অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করার সিদধান্ত নিয়েছি। কিন্তু আব্বু আম্মু আমার সিদ্ধান্ত গ্রহণ করছে না! এখন আমি কি করবো! কারণ তারা অজুহাত হিসেবে পেশ করেছে বর্তমানে অনেক ওলামায়ে কেরাম ও অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। তাছাড়া শাইখ বাসায় আব্বুর ল্যাপটপে আমি আমার অনলাইনে ক্লাস সাচ্ছন্দে করতে পারবো। এতে করে পার্সোনাল এন্ড্রয়েড মোবাইল না চালালে পড়াশুনা কেন্দ্রিক কোনো সমস্যা হবে না। এখন কি তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া ঠিক হবে! শাইখ উপকারী পরামর্শ দিয়ে সহায়তা করবেন
জাযাকাল্লাহু খায়রান