আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
১. ঢাকায় বর্তমানে ফজরের ওয়াক্ত শেষ কখন হয় বা আজকে কখন ছিলো জানালে উপকৃত হতাম! বিভিন্ন অ্যাপে দেখা যায় কোনোটায় ফজরের ওয়াক্ত সূর্যোদয়ের ৫ মিনিট আগেই শেষ হয়, আর কিছু অ্যাপে সূর্যোদয়ের ২ মিনিট আগে ওয়াক্ত শেষ দেখায়! কোনটা সঠিক?
২. সূর্যোদয় ঢাকায় সব অ্যাপে সেইম হওয়ার কথা! কিন্তু এক অ্যাপে আজকের সূর্যোদয় ছিলো ৫.১১ তে, অন্য অ্যাপে ছিলো ৫.১৫ তে, আর এক অ্যাপে ছিলো ৫.১৩ তে! অনেক সময় দেরি হয়ে যায় নামাজে, এক্ষেত্রে কোনটা ফলো করবো?
সূর্যোদয় যদি ৫.১১ তে হয় আর নামাজ পরা ৫.১০ এ শেষ হয়, সেই নামাজ কি হবে?
৩. নামাজের সময়সূচি দেখার জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো?
৪. ফজরের ওয়াক্ত শেষ হতে যদি অল্প সময় বাকি থাকে তখন তারাতাড়ি করে ২ রাকাআত ফরজ পরে, এরপর সূর্যোয়ের পর বাকি সুন্নাত আদায় করা যাবে? সুন্নাত আদায়ে তখন কাজার নিয়ত করতে হবে?
৫. যে কোনো কাজা নামাজের নিয়তে যদি কাজা উল্লেখ না করে এমন ভেবে নিয়ত করি যে উক্ত বাদ পড়ে যাওয়া নামাজ/ ছুটে যাওয়া নামাজ / যে নামাজ পরা হয় নি তাহলে হবে?
৬.নবি(স) এর আমলে যেহেতু কাজা বলে কিছু ছিলো না, কোনো নামাজ মিস হয়ে গেলে পরে সেই নামাজ ই পরে নিতেন উক্ত নামাজের নিয়ত করে! তাহলে আমরা কেন কাজার নিয়ত করি বা নিয়তে কাজা ভাবি/বলি?
৭. ফজরের নামাযে প্রথম রাকাআত দীর্ঘ করা মানে বড় সুরা পরা? আর দীর্ঘ না করলে কি গুনাহ হবে? এই দীর্ঘ করার নিয়ম কি সুন্নাত, ফরজ ২ জায়গাতেই প্রযোজ্য?
৮. নামাজে সুরায় সিরিয়াল মেইনটেইন করতে হয় জানি! ফরজ নামাজে যদি ভুলে কোনো রাকাআতে সুরার সিরিয়াল ব্রেক হয়ে অন্য সুরা পরে ফেলি তাহলে নামাযে সমস্যা হবে? তাছাড়া অনেক সময় ভুলে এমন সুরা দিয়ে নামাজ শুরু করে ফেলি যে তার পরের সুরা কোনটা জানা থাকে না বা পারি না, তখন বিচ্ছিন্ন সুরা দিয়ে সিরিয়াল ছাড়া পরতে হয়, হতে পারে সিরিয়ালের আগের/পরের যে কোনো সুরা! এতে নামাজ বাদ হয়ে যায়? নামাজ ছেড়ে আবার নতুন করে পরতে হয়?
জাযাকিল্লাহ খাইর!