আসসালামু আলাইকুম হজরত,
আমার একটা প্রশ্ন জানার ছিল,
প্রশ্নটা হলো,
আমার বাবা ২০১৬ সালে মারা গিয়েছেন।
তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক।
তিনি মারা যাওয়ার পর আমরা নানার বাড়িতে আসি। অনেক দিন পর আমার বাবার নামে আমরা তিন লক্ষ টাকার মতো সরকার থেকে পাই। এই টাকা আমরা সুদ ছাড়া ব্যাংকে রাখি।একটা কথা বলে রাখি যে, আমাদের আর কোনো আয়ের উৎস নাই। এখন আমাদের সংসার চালায় আমার এক চাচা আর আমার নানা।বেশিরভাগ খরচ দেই আমার নানা।
আর একটা কথা হলো, আমরা ঔই টাকা এখনো খরচ করি নি।
এখন আমার প্রশ্নটা হলো, এই রকম পরিস্থিতিতে
কি আমাদের উপর যাকাত দেওয়া টা ফরয কীনা?
আর যাকাত দিতে হবে কীনা?
প্রশ্নটার উওর দিলে অনেক উপকৃত হতাম, হযরত
জাজাকাল্লাহ খাইরান ।