আসসালামু আলাইকুম। আমি প্রথমে বিবাহ সংক্রান্ত এবং তার সাথে সম্পর্কিত ঈমান-আক্বিদা বিষয়ক ৪ টি প্রশ্ন করছি। এরপর, প্রশ্নের প্রেক্ষাপট উল্লেখ করেছি। এবং প্রেক্ষাপট উল্লেখ শেষে আরো একটি প্রশ্ন করেছি।
১. কিভাবে পাত্রীর পক্ষ থেকে উকিল নিয়োগ দিলে তা শুদ্ধ হয়? পাত্রীর কাছে যদি কেউ গিয়ে জিজ্ঞেস করে তিনি অমুকের সাথে এত মোহরে বিয়েতে রাজী আছেন কিনা এবং পাত্রী তাকে রাজি আছে বলে তাহলেই উকালত প্রতিষ্ঠিত হবে? অর্থাৎ, যাকে পাত্রী রাজি আছেন বলেছেন তিনি মসজিদে গিয়ে উকিল হিসেবে বরের আকদে নিকাহে পাত্রীকে সমর্পণ করতে পারবেন?
২.পাত্রী যাকে রাজি আছে বলেছে তিনি যদি কিছু না বলে বরং তার উপস্থিতিতে মসজিদে অন্য কেউ পাত্রীকে বরের আকদে নিকাহে সমর্পণ করে তাহলে সেটা কি শুদ্ধ হবে?
৩. যিনি পাত্রীকে বরের আকদে নিকাহে সমর্পণ করবেন তার আক্বিদা শির্ক মিশ্রিত হলে কি বিয়ে শুদ্ধ হবে?
৪. বিয়ের শুদ্ধতার ব্যাপারে সন্দেহ থাকলে বিয়ে কি পুনরায় করা যাবে?
প্রেক্ষাপট:
আমার বন্ধুর আকদের দিন আসর সালাতের আগে প্রথমে কাজী ও ইমাম সাহেবের উপস্থিতিতে কাবিন নামা লিখা হয়।
আমার বন্ধুর ভাষ্যমতে,
সেদিন পাত্রীর কাছে পাত্রীর নানা এবং তার (বরের) দুলাভাই যায়। পাত্রীর নানা পাত্রীকে (১ নং প্রশ্নের কথামতো) জিজ্ঞেস করেন বিয়েতে রাজি আছে কিনা। পাত্রী রাজি আছে বলে।
পরবর্তীতে, মসজিদে নামাযের পর , 'পাত্রীর নানা এবং বরের দুলাভাই', পাত্রীর বাবা এবং বর (আমার বন্ধু) আকদ অনুষ্ঠানের জন্য উপস্থিত থাকে। ঈমাম সাহেব (যাকে আমার অনভিজ্ঞ মনে হয়েছে) বরের দুলাভাইকে উপস্থিত মুসল্লিদের কাছে পরিচয় করিয়ে দেন সাক্ষ্যী হিসেবে। এবং বরের এই দুলাভাইই পাত্রীকে বরের আকদে নিকাহে সমর্পণ করেন এবং বর কবুল বলে। এ সময় পাত্রীর নানা (যিনি পাত্রীকে রাজি আছে কিনা জিজ্ঞেস করেছিলেন) এবং পাত্রীর বাবা উপস্থিত ছিল। আর অন্যান্য মুসল্লিরা উপস্থিত ছিল। এই বিয়েটা কি শুদ্ধ হয়েছে?
উল্লেখ্য, বরের সেই দুলাভাই এর আকিদাতেও সমস্যা আছে বলে বর আমাকে জানিয়েছে। তিনি নাকি মাজারপন্থী টাইপ আক্বিদা পোষণ করেন (আল্লাহর কাছে সরাসরি পৌঁছানো সম্ভব নয়, পীর-আউলিয়ার উসিলায় পৌঁছাইতে হয়, তাই তিনি মনের কামনা বাসনা পূরণের জন্য মাজারে যান এরকম আক্বিদা)।
আর তিনি সুদি ব্যাংকে চাকরি করেন, দাঁড়িও রাখেনা।
এমতাবস্থায় বিয়েটাকি আবার করা যাবে যাতে কোন সন্দেহ না থাকে?
প্রাসঙ্গিকভাবে আরো একটি প্রশ্ন করে নিচ্ছি:
(৫) তার দুলাভাই এর এমন আকিদা পোষণ করার কারণে কি ঐ দুলাভাইয়ের ঈমান ভেঙ্গে যাবে এবং তালাক হয়ে যাবে? আমার বন্ধু নাকি উনার সাথে পূর্বে উনার এই শির্কি আকিদার ব্যাপারে কথা বলেছিল এবং তাওহীদ বুঝানোর চেষ্টাও করেছিল।