আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
1,039 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (62 points)
আসসালামু আলাইকুম।

আমার মোহরে ফাতেমী সম্পর্কে জানার ছিলো।

মোহরে ফাতেমী কি?
বর্তমানে মোহরে ফাতেমী কত টাকা?
সুন্নাহসম্মত বিয়ের ক্ষেত্রে মোহর কেমন হওয়া উচিত?

কেউ যদি তার সামর্থ্যনুযায়ী একদম এতটাই কম মোহর ধরে যে এতে করে পাত্রীর সম্মান কিংবা তার বংশের মান রক্ষা না হয় তাহলে কি করা উচিত?

1 Answer

0 votes
by (575,580 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


হাদীস শরীফে এসেছেঃ  
উকবা ইবন আমির (রাঃ) সূত্রে বর্ণিত।

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَحَقَّ الشُّرُوطِ أَنْ يُوَفَّى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বাধিক পালনীয় শর্ত হলো তোমরা যা দ্বারা মহিলার লজ্জাস্থান হালাল করবে, তা আদায় করা।(সুনানু নাসাঈ-৩২৮৫)

রাসূলুল্লাহ্ ﷺ-এর মেয়ে ফাতেমা র.-এর মোহর ছিল পাঁচশত দেরহাম। যেমন, মুহাম্মদ ইবনে ইবরাহীম রহ. বর্ণনা করেন,

كان صداق بنات رسول اللهﷺ ونساءه خمس مائة درهم ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً و نصف

রাসূলুল্লাহ্ ﷺ-এর মেয়ে ও স্ত্রীগণের মোহর ছিল পাঁচশত দেরহাম অর্থাৎ সাড়ে বার উকিয়া। ( তাবাকাতে ইবনে সাদ ৮/২২)

★রাসুলুল্লাহ সাঃ এর কন্যা ফাতেমা রাঃ এর বিবাহে যেই পরিমাম দেওয়া হয়েছিলো,এটাকে মোহরে ফাতেমি বলে।   

ইমাম নববী রহ. মাজমু’-গ্রন্থে বলেন,
والمستحب ألا يزيد على خمسمائة درهم، وهو صداق أزواج النبي ﷺ وبناته
মোহর পাঁচশত দেরহামের বেশি না হওয়া মুস্তাহাব। এটা রাসূলুল্লাহ্ ﷺ-এর স্ত্রীদের ও কন্যাদের মহর ছিল।

★মহরে ফাতেমির পরিমাণ হল,১৩১ তোলা রুপার মূল্য।কেউ কেউ ১৪৭ তোলা রুপার কথাও বলেছেন।

এক ভড়ি রূপার মূল্য, ১০০০টাকা হলে ১৩১ তোলা রুপার মূল্য হবে,১,৩১,০০০টাকা।

বর্তমানে মোহরে ফাতেমী হবে প্রায় ১৫৪ তোলা রূপা।

সেই হিসেবে মোহরে ফাতেমি হলোঃ 
১৫৪×১০০০=১৫৪০০০ টাকা

পাওয়া তথ্য মতে এখন বাজারে ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতিভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকা।

 ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা।

এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা।
,
আপনি যেই ক্যারেটের মূল্য ধরে মোহর দিতে চাচ্ছেন,সেটাকে ১৫৪ দ্বারা গুন দিলেই বর্তমান সময়ে  মোহরে ফাতেমি কত,সেটি জানতে পারবেন।
,  
★উল্লেখ্য রুপার মূল্য এলাকা ভেদে কমবেশি হতে পারে।   

আরো জানুনঃ 
,
সুন্নাহসম্মত বিয়ের ক্ষেত্রে মোহরে ফাতেমি দিতে পারেন,মোহরে মিছিল দিতে পারেন।।

আরো জানুনঃ 

★কেউ যদি তার সামর্থ্যনুযায়ী একদম এতটাই কম মোহর ধরে যে এতে করে পাত্রীর সম্মান কিংবা তার বংশের মান রক্ষা না হয় তাহলে সে আরো বেশি মোহর দিবে।

যদি সম্ভব না হয়,আর স্ত্রীও মেনে নেয়,তাহলে কোনো সমস্যা নেই। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...