আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ!
১)পিরিয়ড থেকে পবিত্রতা অর্জনের আলামত কি কি?
####আমি জানি,,,পবিত্রতা অর্জনের আলামত দুটি।
- সম্পূর্ণ শুষ্কতা ,, বা,,,
- সুতার মত সাদা secretion
পিরিয়ড এর শেষ এর দিকে (৫/৬/৭ম দিনে) আমার পানি জাতীয় secretion হয়।এটি প্রায় সাদা।তবে মাঝে মাঝে (অধিকাংশ ক্ষেত্রে) সাদা টিস্যুতে নিলে পানি পানি ভাবের মধ্যে """খুবই হাল্কা হলদেটে spot""" পাওয়া যায়।এটা মাঝে মাঝে সাদা লাগে কাপড়ে।কিন্তু এটি সাদা সুতার মত secretion ও না।
তবে,,,আরো দীর্ঘ সময় অপেক্ষা করলে সাদা সুতার মত secretion আসে।এটি হয় ৭/৮ দিন সাধারণত।
২)এমতাবস্থায়,,,আমি সংশয় এ ভুগি কখন গোসল ফরজ হয়েছে?
৩)আমি কি দীর্ঘ সময় অপেক্ষা করে ,,,সাদা স্রাব আসার পর,,,,নিশ্চিত হয়ে ফরজ গোসল আদায় করব?
৪)মাঝে মাঝে অপেক্ষা না করে গোসল শেষে নামাজ শুরু করে (###) এ বর্ণিত পরিস্থিতিতে পড়তে হয়।এ ক্ষেত্রে কি করব?
হুজুর,,,ব্যাখা করে উত্তর করলে উপকৃত হবো।