আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
419 views
in সালাত(Prayer) by (3 points)
reopened by
আমার এক বোন বেশ কিছুদিন যাবত ব্যক্তিগত জীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ইদানিং বোনটি নামাজের পুরো অংশজুড়ে মানসিক দ্বন্দে ভুগতে থাকেন যে তার নামাজ হচ্ছে কিনা।যেমন সেজদা নিয়ে, নিয়ত নিয়ে বারবার দ্বন্দে পরে যান,যদিও তার মনে হয় তিনি ঠিক ভাবেই এগুলো আদায় করেছেন । এতে করে একেক ওয়াক্তের নামাজ শেষ করতে তার ঘন্টাখানেক লেগে যাচ্ছে, তার করনীয় কি?
by (565,890 points)
উত্তর লিখছি,,,,
অপেক্ষা করুন
by (0 points)
আসসালামুআলাইকুম।আসলে আমার মোবাইল দিয়ে আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়া অত্যন্ত কষ্টকর& সময়সাপেক্ষ।তাই আপনার প্রতি আমার অনুরোধ থাকবে নিচের ভিডিওটি দেখার জন্যhttps://youtu.be/pmypq-fyzJA

1 Answer

+1 vote
by (565,890 points)
উত্তরঃ
بسم الله الرحمن الرحيم 
.
শরীয়তের বিধান হলো কেহ যদি নামাজের ভিতরে মানসিক দুশ্চিন্তায় ভুগতে থাকে,যেমন সেজদাহ করার পর মনে করে যে আমার সেজদাহ সঠিক ভাবে আদায় হলো কিনা! আবার আদায় করি। রুকু করার পর মনে যে আমার রুকু সঠিক ভাবে আদায় হলো কিনা! আবার আদায় করি।
তাহলে সে ঐ দিকে আর ভ্রুক্ষেপ করবেনা।
,
নতুন করে আবার সেজদাও করবেনা,রুকুও করবেনা,বরং এই অবস্থাতেই নামাজ পুরা করে নিবে।
,
এটা সম্পূর্ণভাবে শয়তানী ওয়াসওয়াসা। 
তাই মন থেকে এমন ভাব দ্রুত দুর করে দিতে হবে।
ফাতওয়ার কিতাবে এসেছেঃ  
 اس کو چاہیئے کہ اس کی طرف بالکل التفات نہ کرے کیونکہ یہ شیطانی وسوسہ ہے اور حدیث شریف میں اس سے بچنے کی تلقین آئی ہے
(নাজমুল ফাতওয়া ২/১৭)
অর্থাৎ তার জন্য উচিত,সেই দিকে কোনোভাবেই ভ্রুক্ষেপ না করা,কেননা এটা শয়তানী ওয়াসওয়াসা। হাদিস শরিফে এটা থেকে বাঁচার  নির্দেশ এসেছে। 
সুতরাং আপনার সেই বোনের জন্য করনীয় হলো,মন থেকে এমন দুশ্চিন্তা একদম ঝেড়ে ফেলে নিশ্চিন্তে নামাজ আদায় করা।
কোনো রুকুন সম্পর্কে এমন মনে হলে তা কোনো ভাবেই পুনরায় আদায় না করা।
,
এই ভাবে নামাজ আদায় করলে নামাজ পুনরায় আদায় করা আবশ্যকীয় হয়ে যায়,অনেকক্ষেত্রে নামাজ আদায়ই হয়না।
,
তাই শয়তানী এই ওয়াসওয়াসা অন্তর থেকে ঝেড়ে ফেলতে হবে।      
,
উত্তর লিখনে
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...