বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কোরআন এবং হাদীসের অকাট্য দলীল প্রমাণ দ্বারা প্রমাণিত রয়েছে যে,সুদ তথা যাবতীয় হারাম কাজে সরাসরি সহযোগিতা করা নাজায়েয ও হারাম।
আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍ ﻋَﻠَﻰ ﺍﻟْﺒِﺮِّ ﻭَﺍﻟﺘَّﻘْﻮَﻯ ﻭَﻟَﺎ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍ ﻋَﻠَﻰ ﺍﻟْﺈِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ -
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা- মায়েদা-২)
★সুপ্রিয় পাঠক! ও প্রশ্নকারী দ্বীনী ভাই!
আপনি রিং আইডি সম্পর্কে ভালভাবে খোজখবর নেন, যদি তা হালাল হয়, তাহলে আপনি তাতে ইনভেস্ট করতে পারবেন। আর যদি হালাল না হয়, তাহলে আপনি ইনভেস্ট করতে পারবেন না।
(এখানের কেউ তাতে কাজ করে কিনা,তারা প্রতারণা করবে কিনা,সেই সম্পর্কে জানা নেই। )