জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নাপাক কাপড় পাক করার সময় তিনবার ধৌত করতে হবে,প্রত্যেকবার নিংড়াতে হবে।
হাদিস শরিফে এসেছে,আসমা রাযি. থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ -فِي دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ-: «تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، ثُمَّ تَنْضَحُهُ، ثُمَّ تُصَلِّي فِيهِ
হায়িযের রক্ত কাপড়ে লেগে যাওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘পানি দিয়ে ঘষা দিবে তারপর পানি দ্বারা ভালোভাবে ধৌত করবে। অতঃপর সলাত আদায় করবে।’ (বুখারী ২২৭,৩০৭)
,
وغير المرئية بغسلهاثلاثا والعصر كل مرة
অদৃশ্যমান নাপাক বস্তু তিন বার ধৌত করত্র হবে।এবং প্রত্যেকবার নিংড়াতে হবে।
(নুরুল ইযাহ ৫৬)
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
উপরে উল্লেখিত পদ্ধতিতে নাপাক কাপড় ধৌত করার পর তাহা তারে/দড়িতে/রশিতে নাড়িয়ে দেওয়া হলে সেই তার/দড়ি পাক থাকবে।
,
সুতরাং এর পর সেই স্থানে অন্য কোনো কাপড় নাড়িয়ে দিলে তাহা পাক থাকবে।
নাপাক হবেনা।
,
আরো জানুনঃ