আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
তাবেয়ী ইয়াযীদ বিন আবী হাবীব রহ. বলেন-একবার রাসূল সা. দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তাদেরকে (সংশোধনের উদ্দেশ্য) বললেন-“যখন সেজদা করবে তখন শরীর যমীনের সাথে মিলিয়ে দিবে। কেননা মহিলারা এ ক্ষেত্রে পুরুষদের মত নয়। (সুনানুল বায়হাকী, হাদিস নং-৩০১৬, কিতাবুল মারাসিল লি ইমাম আবু দাউদ-৫৫, হাদিস নং-৮০)
প্রশ্ন হচ্ছে উক্ত হাদিসে বলা যে দুই মহিলা নামাজ পরছিলেন আর তার পাশ দিয়ে রাসুল(স) যাচ্ছিলেন! মহিলারা সাধারণত ঘরের ভিতরে, আড়ালে বা কোনো পুরুষ দেখবে না এমন জায়গায় নামাজ পড়েন! তাহলে রাসুলুল্লাহ কিভাবে তাদের নামাজরত অবস্থায় দেখলেন?
যদি তারা নিজেদের ঘরে পড়েন সেক্ষেত্রে রাসুলুল্লাহ অবশ্যই তাদের ঘরের ভিতরে দৃষ্টি দেন নি! আর উক্ত হাদিসটিতে এমন ভাবে বলা যে দুই মহিলা নামাজ পরছিলেন তার পাশ দিয়ে রাসুল(স) যাচ্ছিলেন, মনে হচ্ছে তারা রাস্তার পাশে নামাজ পরছিলেন! কিন্তু এমন হওয়ার তো কথা না! তারা কি এমন জায়গায় নামাজ পরছিলেন যে অন্য পুরুষরা চলার পথে দেখতে পাবে তাদের?
তাছাড়া কোনো মহিলা নামাজ পরছে এটা বুঝতে পেরেও কি রাসুলুল্লাহ তাদেরকে খেয়াল করে দেখেছিলেন?! হাদিসটা কতটুকু সহীহ বা যুক্তিযুক্ত? কনফিউজড এই হাদিসের পরিস্থিতি কেমন ছিলো তাই জানতে চাচ্ছি!
আর উক্ত হাদিসে রাসুলুল্লাহ বলেছেন সিজদাহ্শ এ শরীর জমিনের সাথে মিলাতে কিন্তু হাতের কনুই মাটিতে মিলাতে বলেননি! হাতের কনুই না মিলিয়েও শরীর জমিনে মিলানো যায় সামান্য মাটি থেকে আলাদা রেখে যা বুঝা যাবে না! তাহলে কেন মেয়েরা সিজদাহ্ এ কনুই মিলায়? সিজদাহ্ সাতটি অঙ্গের উপর হয়, কনুই মিলালে আটটি অঙ্গে হয়!
জাযাকিল্লাহ খাইর!