বিসমিহি তা'আলা
জবাবঃ-
কোনো কাজ তখনই বিদ'আত হিসেবে পরিগণিত হবে,যখন সেটাকে দ্বীনের অংশ মনে করে করা হবে।যেহেতু এই কাজকে দ্বীনের অংশ মনে করে করা হচ্ছে না,তাই বিদ'আত হবে না।দ্বীন প্রচার অত্যন্ত সওয়াবের কাজ।তবে দ্বীন প্রচারের ক্ষেত্রে এমন কোনো নিয়ম বা পদ্ধতির আবিস্কার না করাই উচিৎ যা সংখ্যা দ্বারা নির্ধারিত থাকে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.