আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১. সালাতে মাঝেমধ্যে ওয়াজিব ছুটে গিয়েছে(যেমন- বিতরে কুনুত পড়া হয় নি এমন যদি মনে হয়) এরকম মনে হলে যদি সাহু সিজদা দিলে নামাজে কোন সমস্যা হবে?
২. ইসলামি খেলাফত রাষ্ট্রে কি জিম্মি কাফেররা প্রকাশ্যে মদ বিক্রির বৈধতা রাখে? ( শুধুমাত্র কাফেরদেরই বিক্রি করবে এই শর্তে)
ইসলামি খেলাফতের রূপরেখা নিয়ম নীতি সম্পর্কে জানার জন্য কিছু বই উল্লেখ করলে ভালো হয়।