আসসালামু আলাইকুম,
হুরমত সাব্যস্ত হওয়ার জন্য যে গোপনাঙ্গ দাড়িয়ে যাবার কথা বলা হয়েছে সেখানে আসলে দাড়িয়ে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? মানে কতটুকু দাড়িয়ে যেতে হবে? এ ব্যাপারে স্পষ্ট করে বললে বুঝতে সুবিধা হতো।কেননা,
https://ifatwa.info/20618
এখানকার // লিঙ্গ কেবল শক্ত হতে/ দাড়িয়ে যেতে শুরু করেছিল কিন্তু পুরোপুরি দাড়িয়ে যায় নি। তবে সে উত্তেজিত হয় নি।মানে, কামভাবের সাথে স্পর্শের কারণে যে উত্তেজনা অনুভব হবার কথা তার কিছুই অনুভূত হয় নি, । এমন অবস্থায় যদি সে সাথে সাথেই মানে শক্ত হতে/দাড়িয়ে যেতে শুরু করার প্রায় সাথে সাথেই, হাত সরিয়ে নেয়। ফলে লিঙ্গ আর উত্থিত / শক্ত না হয়ে আগের মতো স্বাভাবিক হয়ে যায়।তাহলে কি হুরমত সাব্যস্ত হবে?//
এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে,// এখানে যদি কিছুটা হলেও শক্ত/দাড়িয়ে গিয়ে থাকে, তাহলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবে। //
আবার,
https://ifatwa.info/20761
এখানকার //হুরমত সাব্যস্ত হওয়ায় জন্য লিংগ কতটুকু দাড়াতে হবে?মানে লিঙ্গ যদি একটু দাড়াতে নেয় আর সাথে সাথে হাত সরানো হয়ে তবে কি হুরমত সাব্যস্ত হবে?// এই প্রশ্নটির উত্তরে বলা হয়েছে,
//লিঙ্গ একটু শক্ত হওয়া যথেষ্ট নয়,বরং দাঁড়িয়ে যেতে হলে অনেকটাই শক্ত হতে হয়।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা//।
আবার,
https://ifatwa.info/19871/
এখানকার //(৪)হুরমত সাব্যস্ত হওয়ার জন্য লিঙ্গ পূর্ণাঙ্গভাবে দাঁড়াতে হবে কী?// প্রশ্নের উত্তরে বলা হয়েছে
//(৪) হুরমত সাব্যস্ত হওয়ার জন্য লিঙ্গ পূর্ণাঙ্গভাবে দাঁড়াতে হবে ।//
উত্তরগুলো কেমন যেনো পরস্পর বিরোধী মনে হচ্ছে।যার কারণে বুঝতে অসুবিধা হচ্ছে। এ ব্যাপারে কষ্ট করে যদি একটু বিস্তারিতভাবে বলতেন মানে দাড়িয়ে যাওয়া /শক্ত হওয়ার মাত্রা কতটুকু তাহলে উপকৃত হতাম।জাজাকাল্লাহু খাইরন।