জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১) হুরমত সাব্যস্ত হওয়ার জন্য লিঙ্গ পূর্ণাঙ্গভাবে দাঁড়ানো শর্ত নয়। বরং লিঙ্গে নাড়াচাড়া হয়ে গেলেই হুরমত প্রমাণিত হয়ে যাবে।
(০২)
হুরমতে মুসাহারাত প্রমাণিত হওয়ার অন্যতম আরো একটি শর্ত হলোঃ
সরাসরি খালি গায়ে বা এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। যদি এমন মোটা কাপড় পরিধান করে থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।
বিস্তারিত জানুনঃ
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে শার্ট যদি এমন পাতলা কাপড়ের হয়,যে শরীরের উষ্ণতা অনুভব করা যায় এমন শার্টের উপর দিয়ে স্পর্শ করলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবে।
,
আর যদি শরীরের উষ্ণতা অনুভব করা যায়না,এমন শার্টের উপর দিয়ে স্পর্শ করে,তাহলে কোনো সমস্যাই নেই।
(০৩)
না,এতে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা।
,
(০৪)
এ রকম ওয়াসওয়াসা থেকে করণীয়ঃ
আপনি আপনার মাথা থেকে এসব ভয় দূর করে স্বাভাবিক ভাবে থাকার চেষ্টা করুন,এসব বিষয় ভাববেননা,মাথায় আসতেই দিবেননা।
তাহলেই ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবেনা।
,
(০৫)
ইজতিহাদগত কারনে দুই মাযহাবের মাসয়ালার ব্যপারে এমনটি হতে পারে।