আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ।
https://ifatwa.info/20816/
এই লিংকের ৪ এবং ৫ নাম্বার প্রশ্নে যে বৃত্তির উল্লেখ করেছি তা সরকার প্রদত্ত।
৪ নাম্বার প্রশ্নে বৃত্তির জন্য কত মার্ক্স বরাদ্দ করেছে বোর্ড তা যেমন আমার জানা নেই।আবার এটি সরকারী পর্যায়ের মাধ্যমিক শ্রেনীর বৃত্তি ,,,এটি ক্যান্সেল করার উপায় আছে বলেও ""আমার"" জানা নেই।
১)এখন আমি কিভাবে এই টাকা ব্যয় করতে পারি?
২)যদি কিছু অংশ আমি দান করি,,,পরিবার বা পরিচিতদের উপহার দেই,,,এবং কিছু অংশ নিজে হালাল কাজে ব্যয় করি,,,এরকম কি করা যাবে??
৫ নাম্বার প্রশ্নের উচ্চ মাধ্যমিক শ্রেনীর বৃত্তিও সরকার প্রদত্ত।তবে এর জন্য সরকারি কোনো পরীক্ষা সরকার নেয়নি করোনা পরিস্থিতির কারনে। বিগত দুটি বোর্ড পরীক্ষার ভিত্তিতে এর ফলাফল নির্ধারণ করা হয়েছে।এ ক্ষেত্রে আমি এবার পরীক্ষা দেইনি,,,আবার বিগত দুটি পরীক্ষায় পুরোপুরি সৎভাবে পরীক্ষায় অংশগ্রহণ করিনি এবং এ জানারও উপায় নেই বিগত দুটি পরীক্ষায় কত মার্ক্স এর ভিত্তিতে এ বছর **পরীক্ষা না নিয়ে** বৃত্তি প্রদান করছে সরকার,,,
৩)এমতাবস্থায় এ টাকা কি আমি পুরোটা ব্যবহার করতে পারব?
৪) আমি কিছু ইসলামিক/দ্বীনের জ্ঞান লাভে সহযোগী /আত্মউন্নয়নমূলক বই কিনতে চাই। আবার বিভিন্ন প্রয়োজনীয় কোর্স করতে চাই,,,এগুলোতে ৫ নাম্বার প্রশ্নের অবস্থায় যে টাকাটা পাবো তা খরচ করতে পারব কি?
উল্লেখ্য ফলাফল এর ভিত্তিতে এ বৃত্তির টাকা দেওয়া হয় এবং তা ফেরত নেওয়া হয় না।স্বচ্ছল-অস্বচ্ছল যে কেউ ই এই বৃত্তি লাভ করে শুধু ফলাফলের ভিত্তিতে।