ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) আমার খালু বাসায় আসলে আপনাকে সম্পূর্ণ পর্দা করতে হবে। তার সাথে বিনা প্রয়োজনে কথাবার্তা ও দেখা সাক্ষাৎ করতে পারবেন না।
(২) আপনি যদি একেবারেই দেখা না করেন,,কথাও না বলেন, এবং কিছুই না করেন, তাহলে আপনার কোনো প্রকার গোনাহ হবে না।
(৩) পরিবারের অন্যান্য যেকোনো গাইরে মাহরামদের সাথেও যদি দেখা না করেন, এবং প্রয়োজন ছাড়া অধিকাংশ সময় কথাবার্তা না বলেন, তাহলে তা বাড়াবাড়ি হবে না।
(৪) আপনি যা অন্যর কাছ থেকে সাহায্য নিয়েছেন, তা যদি আপনার বিত্তির জন্য জরুরী হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি আপনার পরীক্ষায় বিত্তির মার্ক পাওয়া পরিমাণ কারো সাহায্য নিয়ে থাকে, তথা আপনার এই সাহায্যর কারণেই যদি আপনি বিত্তি পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য উক্ত বিত্তির টাকা গ্রহণ করা জায়েয হবে না। কিন্তু যদি আপনার সাহায্য গ্রহণ বিত্তির জন্য সহায়ক না হয়ে থাকে, তাহলে আপনার জন্য উক্ত বিত্তির টাকা গ্রহণ করা জায়েয হবে।
(৫) যেহেতু স্কুল কর্তৃপক্ষ আপনাকে তা দিচ্ছে, তাই আপনার জন্য উক্ত টাকা নাজায়েয হবে না।
(৬) পরীক্ষার কারো সাহায্য নেওয়া এবং কাউকে সাহায্য করা উভয়ই গোনাহ।