আমরা সিলেটি। আমার আম্মার বয়স ৪০ বছর। শরীয়তের জ্ঞান তেমন নাই। সাধারন মানুষের মতন।
আজ আমার বড় ভাই নামাজ মিস দিয়েছে। আমার বোন মা-কে বিচার দিলো।
আম্মা উত্তরে উঠে বললেন,"কবরে তো আমি সাথে যাবো না। আল্লহ বেটা সাথে যাবেন। তখন বুজবা।"
আমার আম্মা উপরের কথার দ্বারা আম্মার ঈমান ভংগের কোনো কারন হবে কি? যেহেতু উনি মহান আল্লহ কে বেটা বলে উল্লেখ করেছন।
(বিঃদ্রঃ আমাদের অঞ্চলে আরও মুরব্বিরা , মহান আল্লহ এর শানে বেটা শব্দ ব্যবহার করে থাকে)
সিলেটি বেটা শব্দের বাংলা শুদ্দ্ব অর্থ হলো === পুরুষ কে বুজায়।
তো আমার আম্মার উপোরক্ত কথার কারনে উনার ঈমানের কনো সমস্যা হবে কি?