জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
শিরক সম্পর্কে আল্লাহ তাআলা নবীকে সতর্ক করে বলেছেন-
وَ لَقَدْ اُوْحِیَ اِلَیْكَ وَ اِلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكَ لَىِٕنْ اَشْرَكْتَ لَیَحْبَطَنَّ عَمَلُكَ وَ لَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ.
নিশ্চয় আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই ওহী প্রেরণ করা হয়েছে যে, যদি আপনি শিরক করেন তাহলে অবশ্যই আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে এবং নিশ্চিত আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। -সূরা যুমার (৩৯) : ৬৫
একজন মানুষ যত ভালো কাজই করুক কিন্তু সে যদি র্শিক করে আল্লাহ তাআলার কাছে তার কোনো কিছুরই মূল্য নেই। এজন্য কিয়ামতের দিবসে মুশরিকরা যত ভালো কাজই নিয়ে আসুক আল্লাহ তাআলা সেগুলোকে ধুলিকণা-রূপ করে দিবেন।
আল্লাহ তায়ালা বলেন-
وَ قَدِمْنَاۤ اِلٰی مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا.
তারা (দুনিয়ায়) যা-কিছু আমল করেছে, আমি তার ফায়সালা করতে আসব এবং সেগুলোকে শূন্যে বিক্ষিপ্ত ধুলোবালি (-এর মত মূল্যহীন) করে দেব। -সূরা ফুরকান (২৫) : ২৩
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত তথ্যমতে লকি হলো গ্রীকদের এক দেবতার নাম।
যাকে তারা ক্ষতির দেবতা বলে মনে করে।
তাই এ শব্দ দিয়ে তারা উক্ত বিশ্বাসকে স্মরণ করে থাকে।
আর কোন মুসলমান কোন দেব দেবীকে সৌভাগ্য/ ক্ষতিদাতা বিশ্বাস করতেই পারে না। করলে তার ঈমান থাকবে না।
তাই প্রশ্নে উল্লেখিত নাম রাখা জায়েজ নেই,যদি উক্ত বিশ্বাস মনে প্রানে মেনে ডাকা হয়,বা সে উক্ত বিশ্বাস মনে প্রানে রেখে নিজের নাম এটি রাখে,তাহলে ঈমান থাকবেনা।
,
আরো জানুনঃ
,
(০২)
শুধু এরকম নাম রাখাতে কেউ কাফের হবেনা।
তব কাফের বা ফাসেকদের সাথে নাম মিলিয়ে রাখা ঠিক নয়।
ইসলাম বিরোধী নাম হলে সে নাম পরিবর্তন করতে হবে।