বিসমিহি তা'আলা
জবাবঃ-
টাই এক সময় খৃষ্টানদের শে'য়ার বা অালামত ছিলো।সে সময়ে টাই পরিধানের হুকুম খুবই শক্ত ছিলো।কিন্তু এখন খৃষ্টান ব্যতীত অন্যান্যরাও অনেক বেশী পরিধান করে থাকে।নামায রোযার অনেক অনেক পাবন্দ ব্যক্তিরা পর্যন্তও টাই পরে থাকেন।সুতরাং বর্তমানে টাই পরিধানের হুকুমে পূর্বের তুলনায় কিছুটা শীতিলতা চলে আসবে।বর্তমানে টাই পরিধানকে হারাম বা নাজায়েয তো বলা যাবে না।তবে এখনও মাকরুহের বিধান থেকে টাই বের করাও যাবে না।অবস্থা ও পরিবেশ বেধে হুকুম প্রযোজ্য হবে।কোথাও শক্ত হুকুম আসবে, আবার কোথাও হালকা হুকুম আসবে।হ্যা যে সকল স্থানে ব্যাপক প্রচলন ঘটে যাবে,সেখানে টাইকে নিষিদ্ধ করার ব্যাপারে তেমন কোনো জোর প্রয়োগ করা যাবে না।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১২/৪০৭,কিতাবুল-ফাতাওয়া-৪/৯৪)
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.