ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)ট্রাউজারের বা কোন কাপড়ের কোথাও নাপাকি লাগলে, তা পড়া অবস্থায় তাতে যদি পানি ঢেলে কচলিয়ে নাপাকি দূর করে দেয়া হয়, এবং পুরো ট্রাউজারে ভালভাবে পানি ঢেলে দেওয়া হয়, তারপর অযু করে ঐ ট্রাউজার পরা অবস্থায় গোসল করে নেয়া হয়, তাহলেও ট্রাউজার পবিত্র হয়ে যাবে।
(২) কাপড়ের কোন স্থানে নাপাক পানি লাগলে মগ দিয়ে সেই স্থানে পানি ঢালতে ঢালতে হাত দিয়ে শুধু উক্ত স্থান ডলে পরিষ্কার করলেও উক্ত কাপড় পাক-পবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে আবার হাতকে আলাদা ভাবে ধৌত করার কোনো প্রয়োজনিয়তা নাই। বরং কাপড় ধোয়ার সাথে সাথে হাতও পাক-পবিত্র হয়ে যাবে।
(৩) বালতিতে নাপাক পানি থাকলে তা ফেলে দিয়ে আবার পবিত্র পানি দ্বারা বালতিকে ধৌত করতে হবে।
(৪) নাপাক কাপড় ফ্লোরে রেখে, তাতে পানি ঢেলে কাঁচার সময় যদি পানির ছিটা অন্য পাক কাপড়ে বা শরীরে লাগে, তাহলে ঐ কাপড় বা শরীর নাপাক হয়ে যাবে।