বিসমিহি তা'আলা
জবাবঃ-
সুদ বা হারাম মালকে কি করতে হবে?
من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪)
বিস্তারিত জানতে ভিজিট করুন- 1900
ঋণ দিয়ে যার কাছ থেকে সুদ উসূল করা হয়েছে,তাকেই ফিরিয়ে দিতে হবে।কিন্তু যেহেতু ব্যাংক ফেরত নেবে না বা ফেরত নিলেও ব্যাংক সেই টাকাকে আবার সুদে লাগিয়ে দেবে,এজন্য ফুকাহায়ে কেরাম উক্ত টাকাকে ফকির-মিসকিন দের মধ্যে সওয়াবের নিয়ত ব্যতীত বন্টন করে দেয়ার পরামর্শ দিয়ে থাকেন।
ধনীর ছেলে যদি ঋণগ্রস্ত হয়,তাহলে নিশ্চয় সেই ঋণ পরিশোধ করারও একটি পথ তার কাছে রয়েছে।সে কফির কিংবা মিসকিন নয়।তাই সে সুদ গ্রহণ করতে পারবে না।
হারাম মাল দ্বারা মসজিদ-মাদরাসা নির্মাণ করা যাবে না।
সওয়াবের নিয়ত ব্যতীত এই মালকে শুধুমাত্র গরীব-মিসকিনদের মধ্যেই বিলিয়ে দিতে হবে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.