আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
407 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

১. পবিত্র কুরআনে কোন কোন পশুর নাম উল্লেখ আছে? সূরা ও আয়াতসংখ্যা উল্লেখ করে দিয়েন শায়েখ।

২. কুরআনে মোট কয়টি ফলের নাম উল্লেখ আছে ও কি কি?

৩. "দুজাহানের বাদশা" বলতে আসলে কাকে বোঝানো হয়? এই শব্দটা প্রায়ই বিভিন্ন জায়গায় শোনা যায়। অনেক মা বাবা তার সন্তানদের জন্য বলে, "আল্লাহ  আমার ছেলেকে দুজাহানের বাদশা বানিয়ে দিক।" এধরণের কথা বলা কি ঠিক?

৪. একটা বয়ানে শুনেছিলাম,
★"সূর্য ও চাঁদ নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো বলে তারা আল্লাহর কাছে দুআ করেছিল যেন তারা নবিজীর  জন্য কিছু করতে পারে। তো একবার কাফেরদের জবাব দেয়ার জন্য আল্লাহর আদেশে নবীজির হাতের আঙুলের ইশারায় চাঁদ দিখন্ডিত হয়ে যায়। আবার একদিন আলী (রা) এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আসরের নামাজ কাযা হয়ে গেলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি  ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুআ করেন এবং আল্লাহর আদেশে সূর্য আবার আসরের সময়ে ফিরে আসে।

★এই দুই ঘটনার মাধ্যমে সূর্য ও চাঁদ যে দুআ করেছিল, সেই দুআ কবুল হয়েছে।"

এই ঘটনাগুলোর  সকল তথ্যই কি সঠিক কিনা জানাবেন শায়েখ।
জাযাকুমুল্লাহ খইর।

1 Answer

0 votes
by (606,750 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)কুরআনে কারীমে প্রাণীর উল্লেখ । 

(১)
উট। 
الإبل – الناقة-(البحيرة)-(السائبة)-(الوصيلة)-(الضامر) – الجمل – (الحام) الأنعام(144) الغاشية(17) الأعراف(73،40،77) هود(64) الإسراء(59) الشعراء(155) القمر(27) الشمس(13) الحج(27) المائدة(103) 

(২)
মশা,কিটপতঙ্গ।
البعوضة البقرة(26) 

(৩)
খচ্ছর।
البغال النحل(8) 

(৪)
গাভী।
البقرة – البقر – العجل(ويشمل عجل إبراهيم السمين و عجل له خوار الذي اتخذه بني إسرائيل إلهاً) هود(69) البقرة(70،71،93،92،54،69,68،51،67) الأنعام(144،146) النساء(153) الأعراف(148،152) طه(88) الذاريات(26) 

(৫)
আজাগর সাপ
الثعبان – الحية الأعراف(107) الشعراء(32) طه(20) الجراد الأعراف(133) القمر(7) 

(৬)
গাধা।
الحمار- الحمير- حمر الجمعة(5) النحل(8) لقمان(19) المدثر(50) 

(৭)
মাছ।
الحوت – الحيتان – اللحم الطري(السمك) -صيد البحر وطعامه الكهف(63،61) الصافات(142) القلم(48) الأعراف(163) فاطر(21) المائدة(96)


(৮)
শুকর।
 الخنزير البقرة(173) المائدة(3) الأنعام(145) النحل(115) الخيل آل عمران(14)الأنفال(60) صَ(31) العاديات(1) 

(৯)
সেকড়ে বাঘ। 
 الذئب يوسف(13،14،17) 

(১০)
মাছি। 
الذباب الحج(73) 

(১১)
সালওয়া। 
السلوى البقرة(57) الأعراف(160) طه(80) 

(১২)
মৌমাছি
النحل النحل(68)

(১৩)
ব্যঙ
 الضفادع الأعراف(133)

(১৪)
মাকড়শা
 العنكبوت العنكبوت (41)

(১৫)
কাক
 الغراب – الغرابيب المائدة(31) فاطر(27) 

(১৬)
পিপিলিকা
النمل النمل(18) 


(১৭)
হাতি। 
 الفيل الفيل(1) 

(১৮)
বাদর।
القردة البقرة(65) المائدة(60) الأعراف(166)

(১৯)
হুদহুদ
الهدهد النمل(20).

(২০)
কুকুর।
الكلب الأعراف(176) الكهف(22،18) 


(২)
কুরআনে ফলের নাম।
ত্বীন ফল
1-التين : " وَالتِّينِ وَالزَّيْتُونِ (1) وَطُورِ سِينِينَ (2) " ( التين : 1-2 ) 
ডালিম।
2- الرمان : " وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ " ( الأنعام : 99 ) 
আঙ্গুর।
3- العنب : " فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا (27) وَعِنَبًا وَقَضْبًا (28) " ( عبس : 27-28 )
খেজুর।
4- الرطب : " وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا (25) " ( مريم : 25 )
কলা। 
5- الموز : ولم يذكر بلفظه هذا بل بلفظ (الطلح) " وَطَلْحٍ مَنْضُودٍ " ( الواقعة : 29 )
বড়ই
السدر: جاء ذكره في قوله -تعالى-: (فِى سِدْرٍ مَّخْضُودٍ)، وهو يُطلق على شجر النبق الذي لا يكون فيه شوك.

(৩)
রাসূলুল্লাহ সাঃ কে উদ্দেশ্য করে দু-জাহানের বাদশা বলা হয়ে থাকে। 
যদি কোনো মা বাবা তার সন্তানের জন্য উক্ত দু'আ করে, এর অর্থ হবে, দুনিয়াতে ঈমানদ্বার ও সুখী এবং আখেরাতেও সুখী। সুতরাং এমন দুআ করা জায়েয হবে। 

(৪)
জ্বী, সঠিক। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (18 points)
আসসালামু আলাইকুম শায়েখ। দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েন। অনেক দিন ধরে অপেক্ষা করছি। একটু মনে রাখিয়েন শায়েখ।           
by (606,750 points)
জ্বী, উত্তর দেয়া হয়েছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 252 views
...