আসসালামুআলাইকুম
গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাচ্ছে একজন,,,, কারণ তার ফ্যামিলি এখন তাকে বিয়ে দিতে রাজি না,,,
বিয়েতে দুইজন ছেলে একজন মেয়ে সাক্ষীর প্রয়োজন,,, যে পরিচিত মেয়েটি আছে সে হানাফী ইমামের এই মতটি গ্রহণযোগ্য মনে করে না,,, তাই সে মনে করছে এ বিয়েতে সাক্ষী হিসেবে থাকা তার জন্য জায়েজ হবে না,,, এখন সে কি এই বিয়েতে সাক্ষী হিসেবে থাকতে পারবে? ওকি তাতে গুনাহগার হবে?
আর যদি দুইজন ছেলে সাক্ষী থাকে কিন্তু কোন মেয়ে না পাওয়া যায় তাহলে এ অবস্থায় কি করবে ? কোন মেয়ে সাক্ষী ছাড়া কি বিয়ে করানো যাবে