আসসালামু আলাইকুম! প্রায় বিভিন্ন ভিডিও যখন দেখি দোয়া নিয়ে তখন "যাল" কে "ধাল" উচ্চারণ করা হয়! আর "ছা" কে "থা"! ছোটবেলা থেকে আরবী অক্ষরগুলো এভাবে পড়ে এসেছি "তা", "ছা" আর "দাল", "যাল"! এখন কী ভুল করে আসছি? আর দুই অক্ষর "ছা" আর "যাল" আমরা উচ্চারণ করি একরকম আর আরবী ভাষায় উচ্চারণ আরেকরকম! একই হওয়ার কথা না? পার্থক্য কেন?