আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
812 views
in পবিত্রতা (Purity) by (65 points)
আসসালামু আলাইকুম।

ফরয গোসলের জন্য কি বিসমিল্লাহ বলে কুলি করা এবং নাক পরিস্কার  করার পর সমগ্র দেহ ধুয়ে ফেললেই হয়? এই গোসলের পর অযু না করে নামায আদায় করা যাবে? গোসল ফরয না হলে কি এভাবে গোসল করে নামায আদায় করা যায়?

1 Answer

0 votes
by (660 points)
বিসমিল্লাহির রহমানির রহিম
উত্তর
ফরজ গোসলের ক্ষেত্রে হানাফী মাযহাব অনুযায়ী গোসলের ফরজ তিনটি।১/ কুলি করা২/ নাকে পানি দেওয়া৩/ সমস্ত শরীর ক্ষত করা।তবে শাফি, মালেকী ও হাম্বলী মাযহাব মতে নিয়ত করাও গোসলের ফরজের অন্তর্ভুক্ত।
হানাফী মাযহাব অনুযায়ী ওজু এবং গোসলে নিয়ত করা যেহেতু স্বতন্ত্র বিধান নয়, তাই গোসলের সকল নিয়ম মেনে গোসল করলে সেখানে ওযু ও পবিত্রতার সকল শর্ত পূরণ হয় বিধায় ওযু হয়ে যাবে। আলাদাভাবে ওযু করার পড়ে না। ফরজ গোছল এবং সাধারণ গোছলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তবে অন্যান্য মাযহাব অনুযায়ী নিয়ত করতে হবে।
হাদীস শরীফে বর্ণিত হয়েছে-
عن عائشه رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم لا يتوضا بعد الغسل،
'হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পর ওযু করতেন না।' (সুনানুন নাসাঈ : ২৫৩)
আল্লাহ তাআলা ভালো জানেন।
উত্তর প্রদান
মুফতি মুহাম্মাদ মাহবুবুল হাসান
ফাতওয়া বিভাগ, IOM

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...