আমার এক পরিচিত বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে এবং মানুষের কাছ থেকে সুদের মাধ্যমে টাকা নিয়ে ঋন হয়েছে।তাদের সামর্থ নাই টাকা টা শোধ করার। আমি যদি সেই ঋণগ্রস্থ পরিবারকে সাহায্য করতে চাই মানে তাদের ঋণের টাকা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে তাদের দিতে চাই তাহলে সেই সুদের গোনাহ আমার উপরেও আসবে?নাকি আমি শুধু তাদের আসল টাকা টা দিয়ে সাহায্য করতে পারবো?