ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বিবাহ বহির্ভুত খালওয়াত এবং সহবাস এর গোনাহ সমান না হলেও উভয়টার শেষ পরিণতি প্রায় একদিকেই যায়। আর বিয়ের পর খাওয়াতে সহিহা এবং সহবাস উভয়টা সমান নয়। বরং কিছূ কিছু ক্ষেত্রে উভয়টার মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান রয়েছে।
وَاعْلَمْ أَنَّ أَصْحَابَنَا - رَحِمَهُمُ اللَّهُ - أَقَامُوا الْخَلْوَةَ الصَّحِيحَةَ مَقَامَ الْوَطْءِ فِي حَقِّ بَعْضِ الْأَحْكَامِ دُونَ الْبَعْضِ فَأَقَامُوهَا فِي حَقِّ تَأَكُّدِ الْمَهْرِ وَثُبُوتِ النَّسَبِ وَالْعِدَّةِ وَالنَّفَقَةِ وَالسُّكْنَى فِي هَذِهِ الْعِدَّةِ وَنِكَاحِ أُخْتِهَا وَأَرْبَعٍ سِوَاهَا وَحُرْمَةِ نِكَاحِ الْأَمَةِ عَلَى قِيَاسِ قَوْلِ أَبِي حَنِيفَةَ وَمُرَاعَاةِ وَقْتِ الطَّلَاقِ فِي حَقِّهَا وَلَمْ يُقِيمُوهَا مَقَامَ الْوَطْءِ فِي حَقِّ الْإِحْصَانِ وَحُرْمَةِ الْبَنَاتِ وَحِلِّهَا لِلْأَوَّلِ وَالرَّجْعَةِ وَالْمِيرَاثِ، وَأَمَّا فِي حَقِّ وُقُوعِ طَلَاقٍ آخَرَ فَفِيهِ رِوَايَتَانِ وَالْأَقْرَبُ أَنْ يَقَعَ.
«تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي» (2/ 144)
জেনে রাখা ভালো যে, হানাফি ফকিহগণ খালওয়াতে সহিহাকে কিছু কিছু ক্ষেত্রে সহবাসের স্থলাভিষিক্ত গণ্য করেন, তবে কিছু কিছু ক্ষেত্রে সহবাসের স্থলাভিষিক্ত মনে করেন না।হানাফি ফকিহগণ মহর, সন্তানের নসব, ইদ্দত এবং ভরণপোষন, উক্ত স্ত্রীর বোনকে বিয়ে করা, এবং এ স্ত্রী ব্যতীত আরো চারটি বিয়ে করা বা বাদি বিয়ে করা এর ক্ষেত্রে খালওয়াতে সহিহাকে সহবাসের স্থলাভিষিক্ত মনে করেন। তবে সিফাতে এহসান সাব্যস্ত হওয়া , উক্ত স্ত্রীর মেয়ে হারাম হওয়া, এবং ঐ স্ত্রী তার পূর্বে তিন তালাক প্রদানকারী স্বামীর জন্য হালাল হওয়া, এবং রাজআত, ও মিরাছের ক্ষেত্রে খালওয়াতে সহিহাকে সহবাসের স্থলাভিষিক্ত মনে করেন না।
(২) তালাকে বায়েন কখনো পরিস্থিতি অনুযায়ী পতিত হয়, এবং কখনো কিছু নির্দিষ্ট শব্দের মাধ্যমে পতিত হয়।
যেমন সহবাসের পূর্বে তালাক দিলে তালাকে বায়েন পতিত হয়। তালাক যে কোনো শব্দ দ্বারাই দেয়া হোক না কেন, তখন তালাকে বায়েন পতিত হবে। কেননা শব্দ দ্বারা তালাক দিলে বায়েন তালাক পতিত হবে। এবং বায়েন শব্দ বা শক্তিশালী কোনো শব্দ যেমন যেমন তোমাকে পাহাড়ের পরিমাণ তালাক দিলাম। এসব দ্বারা তালাকে বায়েন পতিত হবে। তাছাড়া স্বাভাবিক শব্দাবলী দ্বারা তালাকে রেজয়ী পতিত হবে।