আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
১. এক ফাতওয়ায় বলেছেন যে, পশ্চিমা কিছু আলেম যারা গায়রে মুকাল্লিদ। তাই তাদের ফিকহ নেয়া যাবে না। আমার প্রশ্ন হল বাংলাদেশের "শাইখ আহমাদুল্লাহ, ড. মঞ্জুরে ইলাহী" তাদের ফিকহ নিতে সমস্যা আছে কি না? তারা বিভিন্ন বিষয় এর শরয়ী সমাধান দিয়ে থাকেন।
২. কোন ব্যক্তি কবিরা গুনাহ করে। সে প্রতিনিয়ত কবিরা গুনাহ করে ফেলে। সে জানে যে, আল্লাহর নামে কোন কিছু কসম করে ফেললে তা পূরণ করতে হয়। নতুবা কাফফারা আদায় করা দরকার। এখন, সে এই কসমের গুরুত্ব বিবেচনা করে সেই গুনাহ থেকে বাচতে কোন কসম করেনা।কারণ, সে গুনাহ হতে না বাচলে কসম ভংগ হবে। এই কসম না করলে কি গুনাহ হবে?
৩. শিরক না করলে কিন্তু কোন শিরকি বিষয় দেখলে বা শুনলে কি শিরক হয় না গুনাহ হবে?