ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইমাম আবু-হানিফা রাহ এর মাযহাব মতে হায়েযের জন্য কোনো রং নির্ধারিত নয়। হায়েযের মুদ্দত বা সময়ে যেকোনো রংয়ের স্রাবই নিঃসৃত হোক না কেন?সেটা হায়েয হিসেবেই গণ্য হবে।(কিতাবুল-ফাতাওয়া-২/১১০)
আপনার যদি এটা এই প্রথম হয়ে থাকে, তাহলে আপনি অপেক্ষা করে দেখুন যে, ১০ জুন থেকে আপনার হায়েয সর্বোচ্ছ কতদিন পর্যন্ত চলে। যদি ১০ দিনের পূর্বে বন্ধ হয়ে যায়, তাহলে ১০ জুনের পূর্বের রক্তকে হায়েয় হিসেবে ধরে নেয়া হবে। আর যদি ১০ জুন থেকে নিয়ে ১০ দিন পর্যন্ত হায়েয চলে, তাহলে ১০ জুনের পূর্বের রক্তকে ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য করা হবে। ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য করা হলে উক্ত নামাযকে কাযা করা হবে। আর হায়েযের রক্ত হিসেবে গণ্য করা হলে উক্ত নামাযকে কাযা করা লাগবে না।