আসসালামু আলাইকুম। আমরা জানি,যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের প্রত্যেকের জন্য স্ত্রীরূপে জান্নাতে ৭২ জন করে জান্নাতী হুর বরাদ্দ থাকবে। যারা শহীদ নয় মানে সাধারণ জান্নাতী তাদের জন্য একটি সহীহ হাদীসের ভাষ্যমতে মাত্র ২ জন হুর থাকবে। প্রশ্ন হল,সাধারণ জান্নাতিরা কি এর চেয়ে বেশি সংখ্যক হুর পেতে পারে না? আমি যদি আল্লাহর রহমতের উছিলা করে এর চেয়ে অনেক বেশি সংখ্যক হুরে আঈন স্ত্রীরূপে পাওয়ার দো'আ করি তবে কি এই দু'আ করাটা অনুচিত হবে?