১/আমার কাছে অনেক গুলো মেমোরী কার্ড আছে,আমি যদি এই গুলো বিক্রি করি,তাহলে লোকে এই গুলোতে খারাপ খারাপ ভিডিও ডাউনলোড করে দেখবে।এখন মেমোরি কার্ড বিক্রি করা কি হারাম?
আমার সন্দেহ লাগে আরকি।তো এখন করণীয় কি?
এই বিষয়ে কি কোন ফতোয়া বা সহীহ হাদীস আছে?
এতে তো এক দিকে তাদেরকে সাহায্য করা হলো খারাপ কাজে
এখন করণীয় কি?
২/কোন বেপর্দা মেয়ে যদি আমার থেকে ২০০ টাকার বাজার কিনে নেয়,তাহলে কি এই টাকা হারাম?
মেয়েটি তো বেপর্দা।
অথবা কোন বেপর্দা নারী যদি আমার cng তে ছড়া খায়,তার পর ভাড়া দিলে,সেই টাকা কি জায়েজ?
এর কি কোন ফতোয়া বা সহীহ হাদীস আছে?