আসসালামু আলাইকুম।
সম্মানিত মুফতি সাহেব।
আমি অনেকদিন আগে এই গ্রুপে আমাদের স্বামী - স্ত্রীর সমস্যা লিখে পোস্ট করেছিলাম। উত্তরটা ছিল আমাদের মাঝে এক তালাক বায়েন পতিত হয়ে গেছে।
আমি উক্ত স্বামীর সাথে সংসার করতে চাইলে আবার নতুন মোহর, নতুন স্বাক্ষীর সম্মুখে উক্ত স্বামীকে বিয়ে করতে হবে।
https://ifatwa.info/13966/?show=14019#a14019
কিন্তুু আমি অনলাইনে আরেক জায়গা থেকে প্রশ্নটার উত্তর পাওয়ায় খুব দ্বিধা- দ্বন্দ্বে পড়ে গেছি।
সেখান থেকে পাওয়া উত্তরটা আমি এখানে সংযোজন করছি।
নিম্নে সেখান থেকে পাওয়া উত্তর দেওয়া হলোঃ
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কথোপথনের সময় যদি আপনার স্বামী নিয়ত করে থাকে যে, এখন ফোন মেসেজ দিলে তালাক। তাহলে তৎক্ষণাত না দিয়ে অন্য সময়ে ফোন মেসেজ দিলে তালাক হবে না।
কিন্তু তৎক্ষণাতের নিয়ত ছাড়া এমনিতেই যদি বলে থাকে যে, যখনি ফোন মেসেজ দিবা তখনি তালাক বা বলল আমাকে ফোন বা মেসেজ দিলেই তালাক। তাহলে পরবর্তীতে আপনি তার অনুমতি নিয়ে ফোন মেসেজ দিলেও তালাক পতিত হয়ে গেছে।
প্রথম মেসেজ বা কল দেবার মাধ্যমে এক তালাকে রেজয়ী পতিত হয়ে গেছে।
এরপর যদি রুজু না করে থাকেন, তাহলে তিন হায়েজ শেষ হবার পর আপনাদের মাঝে বিচ্ছেদ হয়ে গেছে।
এখন আবার একত্র হতে চাইলে নতুন করে মোহর ধার্য করে দুইজন সাক্ষির উপস্থিতিতে নতুন করে বিয়ে করতে হবে।
আর যদি রুজু করে থাকেন। তারপর আবার উপরোক্ত পদ্ধতিতে তালাক দিয়ে থাকেন আগের হুকুম আবার আরোপিত হবে। এইভাবে যতবার রুজু করে তালাক দেয়া হয়েছে তত তালাক পতিত হয়েছে। সেই হিসেবে যদি তিনবার রুজু করে তিনবার উপরোক্ত পদ্ধতিতে তালাক হয়ে থাকে, তাহলে তিন তালাক পতিত হয়ে আপনার স্বামী স্ত্রীর বন্ধন শেষ হয়ে গেছে। এখন আর উক্ত স্বামীর সাথে ঘর সংসার করা যাবে না।
তবে আপনার উপরোক্ত বিবরণ অনুপাতে বুঝা যায় যে, আপনাদের প্রথম তালাক হয়ে গেছে। এরপর আর রুজু করা হয়নি। তাই যদি প্রথম তালাকের পর তিন হায়েজ পরিমাণ সময় অতিক্রান্ত না হয়ে থাকে, তাহলে মুখে রুজু করে নিলেই আপনারা আবার স্বামী স্ত্রী হিসেবে বহাল থাকবেন।
আর যদি তিন হায়েজ পরিমাণ সময় অতিক্রান্ত হয়ে গিয়ে থাকে, তাহলে নতুন করে বিয়ে করে নিতে হবে।
উভয় ক্ষেত্রেই ভবিষ্যতে আপনার স্বামী আর দুই তালাকের মালিক থাকবেন।
স্মর্তব্য যে,
তালাক কোন ছেলেখেলা নয়। কথায় কথায় তালাকের কথা বলার বাচ্চাসূলভ মনোবৃত্তি দূর করতে হবে।
شرط للحنث فى قوله إن خرجت مثلا فأنت طالق لمريد الخروج فعليه فورا لأن قصده المنع عن ذلك الفعل عرفا ومدار الأيمان عليه (رد المحتار-5/554)
لو أرادت المرأة الخروج فقال إن خرجت فأنت طالق فجلست ثم خرجت لم يحنث (هداية، كتاب الأيمان-2/486، 2/483)
الصريح كأنت طالق ومطلقة وطلقتك يقع واحدة رجعية (البحر الرائق-3/437)
وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا (الفتاوى الهندية، قديم-1/420، جديد-1/488، هداية-2/385)
الصريح كأنت طالق ومطلقة وطلقتك تقع واحدة رجعية (البحر الرائق-3/437)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তালীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
আমার খটকাগুলো হলোঃ
১)আমরা তো তিনবারের আরও অনেকবেশী বার ঝগড়া করেছি, আমার স্বামী আমাকে বলেছে ফোন- ম্যাসেজ দিলে তালাক । এবং আমি ফোন-ম্যাসেজ দিয়েছি।
প্রত্যেকবারই আমার স্বামীর মেজাজ ঠান্ডা হলেই সে আমার কাছে মাফ চেয়েছে,বউ ডেকেছে , মানে মৌখিকভাবে রুজু যাকে বোঝায় তা হয়েছে তিনবারের বেশি।
তার মানে আমাদের মাঝে কি হলো এক তালাক বায়েন?
নাকি তিন তালাক????
২) আমরা কি পুনরায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই হবে না????
মধ্যে কি আমার আবার অন্য স্বামীর সাথে সংসার করে আসতে হবে?
আমি খুব কনফিউজড হয়ে গেছি।
দয়া করে যা শরীয়তসম্মত আমাদের তা বুঝিয়ে দিন।
এবং নতুন কারোও সাথে সংসার করা ছাড়াই আমি আমার পূর্বের স্বামীকে বিয়ে করতে পারবো কিনা জানাবেন।