আমি ১ টা প্যান্ট ৩ বার ধুয়ে পদনি ঝরার জন্য দেই। ৪-৫ ঘন্টা পানি ঝরে।এরপর যেখান দিয়ে পানি ঝরে ওখানে আমাট বাবা একটু চাপ দেয়।এরপর মেলে দেয়ার জন্য আনে।তো মেলার আগে ১ বাট ঝারা দেয়।এতে আমার জামায় কিছুটা ছিটা পরে।এটা কী নাপাক।
যুক্তি১/ ৪-৫ ঘন্টা পানি ঝরার পর কাপটের যেখান দিয়ে পানি ঝরে ওখানে একটু চাপ দিয়ে পানি বের করা হয়েছে।কিন্তু আমি খেয়দল করিনি কাপরের অন্য জায়গা দিয়ে পানি ঝরছিল কীনা।কিন্তু আমার ধারনা আর পরার কথা না।কারন ৪-৫ ঘটা পানি ঝরলপ আর কী বেশি পানি থাকতে পারে।
১ বার ঝারা দেয়ায় পানি আমার গায়ে পরে।কিন্তু আরও কাপট মেলা ছিল।সেগিলোতে পরেছে কীনা আমি জানিনা। যদি েেেটে তা শুকিয়ে যাওয়ার পট হয়তো আমি দেখেছে।আবার নাও েেেড়ে পারে।ত