বিসমিল্লাহির রহমানির রহিম
উত্তর-
জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তাই এই আমলটি কেবল মুখে নয়, হৃদয় দিয়ে করা উচিত। মহান আল্লাহ তায়ালা জিকির কারীদের গুন বর্ণনা করতে গিয়ে ইরশাদরশাদ করেছেন-
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ ءَايَٰتُهُۥ زَادَتْهُمْ إِيمَٰنًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
'যারা ঈমানদার, তারা এমন যে, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর। আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ার দেগারের প্রতি ভরসা পোষণ করে।' (সূরা আল আনফাল, আয়াত: ২)
তাই এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ রাখতে হবে। তা হলো-
কেবল মুখে মুখে জিকির না করা। হৃদয় মন লাগিয়ে জিকির করার চেষ্টা করা।
যথাসম্ভব ধীর-স্থিরভাবে জিকির করা।
জিকিরের মর্ম উপলব্ধি করে জিকির করার চেষ্টা করা। শতভাগ মাখরাজ আদায় না হলেও সমস্যা নেই। এর মাধ্যমে সওয়াব হাসিল হবে ইনশাআল্লাহ। (ফাতহুল বারি : ১১/২০৯)
আল্লাহ তাআলাই ভালো জানেন।
উত্তর প্রদান
মুফতি মুহাম্মাদ মাহবুবুল হাসান
ফাতওয়া বিভাগ, IOM