উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি জোহরের পূর্বে এবং পরে চার রাকাত নামাজ আদায় করবে, জাহান্নামের আগুন আল্লাহ তায়ালা তার ওপর হারাম করে দিবেন। (তিরমিজি, হাদিস নং: ১/৫৫৩)
এখন কথা হলো,যোহরের পুর্বে তো নিষিদ্ধ সময় এই সময় কি এই সালাত আদয় করা যাবে?এটা হলো এক নাম্বার প্রশ্ন
দুই নাম্বার হলো,যদি যোহরের আগে নিষিদ্ধ সময়ের আগে ৪ রাকাত সুন্নত নামাজ পড়ি তবে সেটার নিয়ত কি হবে?কোন নামাজের নিয়ম অনুসারে হবে যোহরের চাররাকাত সুন্নত?
এবার আসি ২ নাম্বার প্রশ্নে,চাকরির দোয়াঃ-
রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খাইরিং ফাক্বির।’অর্থ : ‘হে আমার প্রভু! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।’
এই দোয়া কি সালাতে সালাম ফিরানোর আগে পড়া যাবে?এক হুজুরের থেকে শুনেছি,সালাম ফিরানোর আগে কোরান হদিসের আলোকে দোয়া করা যায় এবিষয় স্পষ্ট ধারনা যাচ্ছি
ধন্যবাদ