আসসালামুয়ালাইকুম, বিভিন্ন মসজিদ এ নামাজ শেষে বিশেষ দোয়া করা হয় যেমন-কেউ তার মৃত মা, বাবা অথবা আত্মীয় স্বজন এর জন্য দোয়া চায় ।ইমাম সাহেব নামাজ শেষে সূরা ফাতিহা, ইখলাস,দরুদ পাঠ করে মোনাজাত করেন আবার অনেক ইমাম আল্লাহুম্মা সাল্লিআলা ..... সাথে মিলাদ যেভাবে পড়ে সেভাবে পড়েন তারপর দোয়া করেন। এই সব দোয়া মাহফিল এ আমার শরীক হওয়া জায়েজ কিনা এবং দোয়া শেষে খাবারও দেয় সেটা নেয়া জায়েজ কিনা? আর কেউ যদি কারো জন্য দোয়া চায় তাহলে দোয়া করার সুন্নাত পদ্ধতি কি?