ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)যদি তাতে নাপাকি দেখা না যায়, তাহলে বুঝতে হবে যে, তাতে কোনো প্রকার নাপাকি নাই।
(২) শুকানোর পর পবিত্র মাঠি দ্বারা ঘষানোর পর যদি নাপাকির অস্তিত্ব পুরোপুরি দূর হয়ে যায়, এবং তাতে কোনো প্রকার নাপাকি দেখা না যায়, তাহলে এদ্বারা ঐ টর্চলাইট এবং মোবাইল পবিত্র হয়ে যাবে।
(৩) তাতে পানি পড়লেই নাপাক হবে না, তবে তাতে পানি পড়ার পর নাপাকি দৃশ্যমান হলে তখন আবার নাপাক বিবেচনা করা হবে।
(৪) জ্বী, একবার মুছলেই তা পবিত্র হয়ে যাবে।
টর্চলাইট এবং মুবাইল সম্পর্কে আমাদের নিকট অনেক প্রশ্ন এসেছে। আসলে সত্যিই কি কখনো টর্চলাইট বা মুবাইল নাপাক হয়েছিল? না এটা একটা কাল্পনিক প্রশ্ন।