আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
373 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)

১। আমরা যে আল্লাহ কে সম্মান করি সেটা কি আল্লাহর সিফাত ? আর আল্লাহ আমাদের কে কুরআনের এক আয়াতে সম্মানিত করেসেন এতার দ্বারা কি বোজানো হয়েছে ?

২। সুরা আল-নামল এর: ৩৮-৪0 নং   আয়াত গুলতে যেই জিন এর কথা বলা হয়েসে সেটা কি ইফরিত জিন ?সকল ইফরিত জিন কি খারাপ নাকি তাদের মধ্যে ভাল আসে ?

৩। আমি নামাযের মধ্যে একবার হাত ঘুরিয়ে সিলাম কারন আমার হাতে একটু বেথা হচ্ছিল এর দ্বারা আমার নামাজ কি ভেঙ্ঘে গেসে নাকি নামাজ হয়েসে ?

1 Answer

0 votes
by (606,150 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)আমরা আল্লহকে সম্মান করি এটা আল্লাহর সিফাত হবে কিভাবে?  আর আল্লাহ বান্দাকে সম্মান করেছেন, এর অর্থ হল, 
আল্লাহ তা’আলা বলেন, 
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا
নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি; তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। (সূরা বনি-ঈসরাইল-৭০)
{وَلَقَدْ كَرَّمْنَا} فَضَّلْنَا {بَنِي آدَم} بِالْعِلْمِ وَالنُّطْق وَاعْتِدَال الْخَلْق وَغَيْر ذَلِكَ وَمِنْهُ طَهَارَتهمْ بَعْد الْمَوْت
«تفسير الجلالين» (ص374)

এখানে আল্লাহ ইলম এবং ভাষা ইত্যাদি দ্বারা মানুষকে সম্মানিত করেছেন। 

(২)আল্লাহ তা’আলা বলেন, 
قَالَ يَا أَيُّهَا الْمَلَأُ أَيُّكُمْ يَأْتِينِي بِعَرْشِهَا قَبْلَ أَن يَأْتُونِي مُسْلِمِينَ
সুলায়মান বললেন, হে পরিষদবর্গ, তারা আত্নসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে বিলকীসের সিংহাসন আমাকে এনে দেবে?
قَالَ عِفْرِيتٌ مِّنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَ ۖ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ
জনৈক দৈত্য-জিন বলল, আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি একাজে শক্তিবান, বিশ্বস্ত। (সূরা নামল-৩৮-৩৯)

{قَالَ عِفْرِيت مِنْ الْجِنّ} هُوَ الْقَوِيّ الشَّدِيد
«تفسير الجلالين» (ص499)
ইফরিত জ্বীনরা ভালো। সবাই ভালো। 

(৩)আ'মলে কাছির সম্পর্কে জানতে ক্লিক করুন.....https://www.ifatwa.info/445
আপনাকে যেহেুতু এমতাবস্থায় দূর থেকে কেউ দেখলে নামাযে বুঝবে না, তাই আপনার নামায ফাসিদ হয়ে যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
আমি বুজতে পারসি ইফরিত জ্বীনরা ভালো। তবে সূরা নামল-৩৮-৩৯ এই আয়াত গুলিতে কোন ধরনের জিনদের কথা বলা হয়েছে  সেগুলা কি ইফরিত জ্বীন নাকি অন্যান্য জিনদের কথা বলা হয়েসে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...